ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় কর্মখালি। প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োইনফরমেটিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োফিজ়িক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক।
একই সঙ্গে আবেদনকারীদের ব্যাকটেরিয়াল কালচার, পিসিআর, মাইক্রোস্কোপিক ইমেজিং নিয়ে কাজের দক্ষতা থাকা আবশ্যক। আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তের কাজের মেয়াদ মোট এক বছর। যে গবেষণা প্রকল্পে কাজের জন্য তাঁকে নিয়োগ করা হবে, সেই প্রকল্পে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (সাবেক এসইআরবি) আর্থিক অনুদান দেবে।
ইমেল মারফত আগ্রহীদের আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ৬ এপ্রিল। ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।