প্রতীকী চিত্র।
ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)-এ কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে আইআরসিটিসি-র ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, দেশের পূর্বাঞ্চলের জন্য এই নিয়োগ। সংস্থার একটি ক্ষেত্রে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস ট্রেনি (শিক্ষানবিশ) পদে। মোট শূন্যপদ রয়েছে ৫৬টি। সংস্থার তরফে ২০২৪-’২৫ অর্থবর্ষের জন্য শিক্ষানবিশ নিয়োগ করা হবে। নিযুক্তদের সংস্থায় কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্স ক্ষেত্রে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ এক বছর। তাঁদের কলকাতা, আসানসোল, খড়্গপুর, হাওড়া, নিউ জলপাইগুড়ি, মালদহ, রামপুরহাট-সহ অন্যত্র পোস্টিং দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে মাসে ৭,৭০০ টাকা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি তাঁদের কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্স-এ ন্যাশনাল বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং প্রদত্ত আইটিআই-এর শংসাপত্রও থাকতে হবে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে প্রার্থীদের মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।