আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই), কলকাতায় কর্মখালি। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে আংশিক সময়ের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন জানাতে হবে, যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
প্রতিষ্ঠানে কনসালট্যান্ট (লিগ্যাল) পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁর কাজের দক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রয়োজনের উপর নির্ভর করে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪৫,০০০-৫৫,০০০ টাকা।
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি ডিগ্রি এবং ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, তাঁদের উকিল হিসাবে রাজ্য বা কেন্দ্রের বার কাউন্সিলের প্রদত্ত রেজিস্ট্রেশনও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৬ এপ্রিল আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।