ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রে কর্মখালি। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। এই বিষয়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। শূন্যপদ একটি।
জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং, বায়োটেকনোলজির মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা আছে, এমন ব্যক্তিকে ওই কাজে বেছে নেওয়া হবে। একই সঙ্গে তাঁকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট)-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এই কাজে প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। মলিকিউলার বায়োলজি, বায়োইনফরমেটিক্স সংক্রান্ত বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
মোট তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। তবে প্রকল্পের মেয়াদ অনুযায়ী ওই চুক্তির সময়সীমা পরিবর্তন হতে পারে। ৯ ডিসেম্বরের মধ্যে ইমেল মারফত আবেদন জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাই আরও তথ্যের জন্য ওই বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।