কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।
কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এগজ়িকিউটিভ হিসাবে মোট ৪৪ জনকে নিয়োগ করা হবে। মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং নাভাল আর্কিটেকচার, ইনফরমেশন টেকনোলজি, হিউম্যান রিসোর্স, ফিনান্স বিষয়ে স্নাতক হয়েছেন, কিংবা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা এগজ়িকিউটিভ ট্রেনি হিসাবে প্রশিক্ষণ নিতে পারবেন।
যে সমস্ত ট্রেডে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলি হল— মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, সিভিল, ইনফরমেশন টেকনোলজি, নাভাল আর্কিটেকচার, হিউম্যান রিসোর্স, ফিনান্স। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৭ বছর প্রয়োজন। প্রশিক্ষণ চলাকালীন ৪০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। মোট পাঁচ বছরের চুক্তিতে নিযুক্তরা কাজ করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য ১,০০০ টাকা ফি হিসাবে বরাদ্দ করা হয়েছে। এর পর প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন পাঠাতে হবে।
৬ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। নিযুক্তদের কর্মস্থল হবে কোচি, মুম্বই, কলকাতা এবং আন্দামান ও নিকোবরে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।