হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডে কর্মখালি। ওই সংস্থার হায়দরাবাদ শাখার ইন্ডাস্ট্রিয়াল হেলথ সেন্টারে স্বল্প সময়ের চুক্তিতে ভিজ়িটিং ডক্টর এবং ভিজ়িটিং কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট পাঁচটি শূন্যপদ রয়েছে।
ভিজ়িটিং ডক্টর পদে অনূর্ধ্ব ৬৩ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। চিকিৎসক হিসাবে পূর্বে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এবং ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। প্রতি ভিজ়িটের নিরিখে পারিশ্রমিক হিসাবে ১,৭০০ টাকা থেকে ১,৯০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
ভিজ়িটিং কনসালট্যান্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্যাথোলজিস্টকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁর ন্যূনতম পাঁচ বছর সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা এবং প্যাথোলজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকা প্রয়োজন। পারিশ্রমিক হিসাবে ৩,৫০০ টাকা প্রতি ভিজ়িট পিছু বরাদ্দ করা হয়েছে।
মোট দু’বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পরবর্তী কালে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। ডাকযোগে আগ্রহীদের আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৯ মার্চ। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।