WB Govt Job Recruitment 2024

পশ্চিম বর্ধমান জেলায় অতিথি শিক্ষক নিয়োগ, কোন কোন বিষয়ের জন্য?

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৭:২৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পশ্চিম বর্ধমান জেলায় কর্মখালি। এই মর্মে রবিবার জেলার অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, জেলার একটি স্কুলে অস্থায়ী ভাবে শিক্ষক নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানতে হবে।

Advertisement

জেলার একলব্য মডেল রেসিডেনশিয়াল স্কুল, কাঁকসার জন্য এই নিয়োগ। স্কুলটি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত। নিয়োগ হবে গেস্ট টিচার বা অতিথি শিক্ষক পদে। মোট শূন্যপদের সংখ্যা তিন। সংশ্লিষ্ট স্কুলে সাঁওতালি, রসায়ন এবং ইতিহাস পড়ানোর জন্য শিক্ষকদের নিয়োগ করা হবে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ১২ হাজার টাকা।

বিষয়ের উপর নির্ভর করে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতার পৃথক মাপকাঠি ধার্য করা হয়েছে। তবে সব ক্ষেত্রেই তাঁদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হওয়া এবং বিএড ডিগ্রি থাকা জরুরি।

আগ্রহীদের এর জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদনপত্রের ফরম্যাট ডাউনলোড করার পর তা পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। ।এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আগামী ৫ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আরও পড়ুন
Advertisement