আইএসআই কলকাতা। সংগৃহীত ছবি।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) কর্মখালি। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, কলকাতায় প্রতিষ্ঠানের মূল শাখার পাশাপাশি অন্যান্য সেন্টার/ ইউনিট/ শাখার জন্যও কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে দু’টি ভিন্ন পদে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে ইলেক্ট্রিশিয়ান এ এবং অপারেটর-কাম-মেক্যানিক (লিফট) এ পদে। মোট শূন্যপদের সংখ্যা ছয়। উভয় পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। উভয় পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২১,৭০০-৬৯,১০০ টাকা।
উভয় পদে আবেদন জানাতে প্রার্থীদের আইটিআই-উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২৫০ এবং ৫০০ টাকা। তবে আবেদনমূল্যের ক্ষেত্রে ছাড় রয়েছে মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের। আগামী ২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পরে লিখিত পরীক্ষা বা ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থীদের দক্ষতা যাচাই করে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।