Man Killed Daughters

পর পর কন্যাসন্তান কেন, পুত্রের আশায় যমজ কন্যাকে আছড়ে খুন, রাজস্থানে গ্রেফতার বাবা

সিকরের অতিরিক্ত পুলিশ সুপার রোশন কুমার জানিয়েছেন, অভিযুক্ত অশোক তাঁর দুই কন্যা নিধি এবং নভ্যাকে খুন করে তাদের দেহ মাটিতে পুঁতে প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৭:৩৯
মাটি খুঁড়ে দুই শিশুর দেহ উদ্ধার করছে পুলিশ। ছবি: সংগৃহীত।

মাটি খুঁড়ে দুই শিশুর দেহ উদ্ধার করছে পুলিশ। ছবি: সংগৃহীত।

কন্যাসন্তান হওয়ায় তিনি খুশি হননি। তার উপর আবার একটি নয়, দু’টি। যমজ কন্যাসন্তান। স্ত্রী কেন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, এই রাগে পাঁচ মাসের দুই সন্তানকে মেঝেতে আছড়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রাজস্থানের সিকর জেলার নিম কা থানা শহরের ঘটনা। শুক্রবার অভিযুক্ত ব্যক্তি অশোক কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সিকরের অতিরিক্ত পুলিশ সুপার রোশন কুমার জানিয়েছেন, অভিযুক্ত অশোক তাঁর দুই কন্যা নিধি এবং নভ্যাকে খুন করে তাদের দেহ মাটিতে পুঁতে প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন। কিন্তু অশোকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কেন পুত্রসন্তানের জন্ম দিতে পারেননি, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কেন, তা নিয়ে স্ত্রী অনিতার সঙ্গে বেশ কিছু দিন ধরেই অশান্তি হচ্ছিল।

বৃহস্পতিবার সেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, তার পরই নিধি এবং নভ্যাকে মেঝেতে আছাড় মারেন অশোক। গুরুতর জখম হয় দুই শিশুই। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তার পর দুই কন্যার দেহ মাটিতে পুঁতে প্রমাণ লোপাটের চেষ্টা করেন।

অশোক এবং অনিতার আরও এক কন্যাসন্তান রয়েছে। তাঁর বয়স পাঁচ বছর। তাঁকেও খুন করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। গত বছরের ৪ নভেম্বর নিধি এবং নভ্যার জন্ম হয়েছিল বলে জানিয়েছেন অনিতা। তাঁর অভিযোগ, প্রথম কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই শ্বশুরবাড়িতে গঞ্জনা, লাঞ্ছনা এবং অত্যাচারের শিকার হতে হয়। পুত্রসন্তানের জন্ম দেওয়ার জন্য অনিতার উপর চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি। গত বছরের নভেম্বরে আবার দুই কন্যাসন্তানের জন্ম দেওয়ায় অশান্তি চরমে ওঠে।

Advertisement
আরও পড়ুন