ইএসআইসি হাসপাতাল। সংগৃহীত ছবি।
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনস্থ কর্মচারী রাজ্য বিমা নিগম (এমপ্লয়িজ় স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন)-এ চিকিৎসকদের চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি সে সম্পর্কিত একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে চিকিৎসকদের। সমস্ত পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর নিয়োগ করা হবে।
জোকার ইএসআই-পিজিআইএমএসআর অ্যান্ড মেডিক্যাল কলেজ এবং ইএসআইসি হসপিটাল অ্যান্ড ওডিসি-র বিভিন্ন বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি স্কিম (ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল) এবং সিনিয়র রেসিডেন্ট এগেনস্ট জিডিএমও পদে। সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি স্কিম (ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল) -এর মোট শূন্যপদ রয়েছে ৫৬টি। সিনিয়র রেসিডেন্ট এগেনস্ট জিডিএমও-র শূন্যপদ রয়েছে একটি। অর্থাৎ মোট শূন্যপদের সংখ্যা ৫৭। সমস্ত পদে আবেদনের জন্যই প্রার্থীদের অনূর্ধ্ব ৪৫ বছর বয়সি হতে হবে। নিযুক্তদের বেতনের পরিমাণ হবে ১,৩৩,৬৪০ টাকা প্রতি মাসে। দু’টি পদেই প্রাথমিক ভাবে এক বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এর পর সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি স্কিম (ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল) পদে নিযুক্তদের কাজের মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে।
যে বিভাগগুলিতে চিকিৎসকদের নিয়োগ করা হবে, সেগুলি হল— জেনারেল মেডিসিন, সাইকিয়াট্রি, পেডিয়াট্রিক্স, অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নোকলজি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, অপথ্যালমোলজি, অটোরহিনোল্যারিঙ্গোলজি, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, রেডিয়োলজি, রেডিয়েশন অনকোলজি/ রেডিয়োথেরাপি, আইসিইউ/ এমআইসিইউ/ আইসিসিইউ, এনআইসিইউ/ পিআইসিইউ, অ্যানাস্থেশিয়া, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং এফএমটি (ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি)। প্রতি বিভাগে আবেদনের জন্য ধার্য করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার বিভিন্ন মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আগামী ২০, ২১, ২২,২৩ এবং ২৪ নভেম্বর প্রতিষ্ঠানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।