দামোদর ভ্যালি কর্পোরেশন। সংগৃহীত ছবি।
অবসরপ্রাপ্তদের জন্য চাকরির সুযোগ রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এ। এই মর্মে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে, সংস্থায় পূর্ণ সময়ের জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে অ্যাডভাইসর (ফরেস্ট), অ্যাসোসিয়েট কনসালট্যান্ট (ল্যান্ড লিয়াজ়োঁ) এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট (সার্ভেয়ার) পদে। মোট শূন্যপদের সংখ্যা ছয়। নিযুক্তদের প্রথমে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য সংস্থায় নিয়োগ করা হবে। পরবর্তী কালে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। নিযুক্তদের পোস্টিং হবে সংস্থার কলকাতা, দুর্গাপুর, বোকারো-সহ অন্যান্য শহরের কর্মকেন্দ্রে।
বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। অ্যাডভাইসর (ফরেস্ট), অ্যাসোসিয়েট কনসালট্যান্ট (ল্যান্ড লিয়াজ়োঁ) এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট (সার্ভেয়ার) পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে যথাক্রমে মাসে ৫৪,০০০টাকা, ৬৬,০০০ টাকা এবং ১,৪৪,০০০ টাকা। তবে নিযুক্তরা যদি পেনশন প্রাপক হন, তাঁদের জন্য পৃথক শর্ত রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
সমস্ত পদে আবেদনকারীদের কেন্দ্র সরকারি/ রাজ্য সরকারি/ রাষ্ট্রায়ত্ত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। অ্যাসোসিয়েট কনসালট্যান্ট (সার্ভেয়ার) পদে আবেদনের জন্য প্রার্থীদের সার্ভেয়িংয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি, কোনও সরকারি সংস্থায় সার্ভেয়ার পদে চাকরির অভিজ্ঞতাও জরুরি। এ ছাড়া, অন্যান্য পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৭ নভেম্বর। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।