Powergrid Recruitment 2024

পাওয়ারগ্রিড কর্পোরেশনে ৭৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ, পোস্টিং পশ্চিমবঙ্গ-সহ অন্যত্র

ডিপ্লোমা ট্রেনি (ইলেক্ট্রিক্যাল), ডিপ্লোমা ট্রেনি (সিভিল), জুনিয়র অফিসার ট্রেনি (এইচআর), জুনিয়র অফিসার ট্রেনি (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২৪,০০০-১,০৮,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৫:৪৯
Powergrid

পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে নিযুক্তদের কাজ করতে হবে। এর জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ডিপ্লোমা ট্রেনি (ইলেক্ট্রিক্যাল), ডিপ্লোমা ট্রেনি (সিভিল), জুনিয়র অফিসার ট্রেনি (এইচআর), জুনিয়র অফিসার ট্রেনি (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে। মোট শূন্যপদের সংখ্যা ৭৯৫। নিযুক্তরা পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, বিহার, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ পাবেন। উল্লিখিত পদগুলিতে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে এক বছর ধরে। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ করতে পারলে তাঁদের স্থায়ী ভাবে সংস্থায় নিয়োগ করা হবে।

সমস্ত পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। ডিপ্লোমা ট্রেনি (ইলেক্ট্রিক্যাল), ডিপ্লোমা ট্রেনি (সিভিল), জুনিয়র অফিসার ট্রেনি (এইচআর), জুনিয়র অফিসার ট্রেনি (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২৪,০০০-১,০৮,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে স্থায়ী ভাবে নিয়োগ হলে বেতনক্রম বেড়ে দাঁড়াবে মাসে ২৫,০০০-১,১৭,৫০০ টাকায়। অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২১,৫০০-৭৪,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে স্থায়ী ভাবে নিয়োগ হলে বেতনক্রম বেড়ে হবে মাসে ২২,০০০-৮৫,০০০ টাকা।

ডিপ্লোমা ট্রেনি (সিভিল) পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত টেকনিক্যাল বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। ন্যূনতম নম্বর থাকতে হবে ৭০ শতাংশ। একই ভাবে, অন্য পদগুলির জন্য রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।

বিভিন্ন পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা/ কম্পিউটার নির্ভর পরীক্ষা (সিবিটি), কম্পিউটার পরিচালনার দক্ষতা পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে কলকাতা, শিলিগুড়ি-সহ দেশের অন্যান্য শহরে।

আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। অসংরক্ষিত শ্রেণিভুক্তদের ডিপ্লোমা ট্রেনি (ইলেক্ট্রিক্যাল), ডিপ্লোমা ট্রেনি (সিভিল), জুনিয়র অফিসার ট্রেনি (এইচআর), জুনিয়র অফিসার ট্রেনি (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে আবেদন জানাতে ৩০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে আবেদন জানাতে ২০০ টাকা জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে থাকবে ছাড়। আগামী ১২ নভেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

আরও পড়ুন
Advertisement