একই অঙ্গে কালী আর কৃষ্ণ, রামপ্রসাদী গানে মিশেছে ভক্তিরসের দুই ধারা
তিন শতক পার। এখনও রামপ্রসাদী গান ছাড়া অসম্পূর্ণ বাঙালির কালীসাধনা। কোথায় আলাদা রামপ্রসাদের কালীকল্পনা?
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৯:০১
Advertisement
১৭১৮ থেকে ১৭২৩ সালের মধ্যে হালিশহরে জন্ম। ‘প্রসাদী’ সুরে অনুপ্রাণিত হয়ে কালীগান রচনা করেন পরবর্তী অনেক পদকর্তা। তিনি রামপ্রসাদ সেন। তাঁর কালী কোথায় আলাদা?