WB Govt Job Recruitment 2024

দক্ষিণ দিনাজপুর জেলায় কাজের সুযোগ, কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে ২১,০০০ টাকা প্রতি মাসে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

দক্ষিণ দিনাজপুর জেলায় চাকরির সুযোগ রয়েছে। জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কর্মখালি। কিছু দিন আগে সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলার আয়ুষ কেন্দ্রের জন্য কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।

Advertisement

জেলায় নিয়োগ হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে। মোট শূন্যপদ রয়েছে সাতটি। এই পদে প্রথমে ৩১ মার্চ পর্যন্ত নিয়োগ করা হবে কর্মীদের। এর পর কাজের ভিত্তিতে এবং প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। এর জন্য আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৬০ বছর। নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে ২১,০০০ টাকা প্রতি মাসে।

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে (বিএমএলটি) বা বিএমএলএস অথবা ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (ডিএমএলটি) বা ডিএমএলএস থাকতে হবে। এ ছাড়াও পেশাদারি অভিজ্ঞতারও বেশ কিছু মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৯ মার্চ। এর পর লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আরও পড়ুন
Advertisement