CSIR CGCRI Recruitment 2024

শিক্ষানবিশ প্রয়োজন কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা সংস্থায়, নিয়োগ ২৫টি শূন্যপদে

প্রশিক্ষণ দেওয়া হবে অফিস অ্যাসিসট্যান্স/ মডার্ন অফিস ম্যানেজমেন্ট-এর নানা বিষয়ের উপর। প্রতি মাসে শিক্ষানবিশি আইন মেনে নিযুক্তদের ৯০০০ টাকা ভাতাও দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৮:২২
CSIR-CGCRI

সিএসআইআর-সিজিসিআরআই। সংগৃহীত ছবি।

যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা সংস্থায় কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশ কিছু শূন্যপদে বাছাই প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন করতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানে নন-টেকনিক্যাল ক্যাটাগরির অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২৫। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের এক বছর ধরে প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ দেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্স/ মডার্ন অফিস ম্যানেজমেন্ট-এর নানা বিষয়ের উপর। প্রতি মাসে শিক্ষানবিশি আইন মেনে নিযুক্তদের ৯০০০ টাকা ভাতাও দেওয়া হবে।

আবেদনকারীদের ইংরেজি/ হিন্দি/ অর্থনীতি/ ইতিহাস/ সমাজবিদ্যা/ রাষ্ট্রবিজ্ঞান/ ভূগোল/ দর্শন/ নৃতত্ত্ব/ ফোটোগ্রাফি/ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন-এ স্নাতক বা পদার্থবিদ্যা/ রসায়ন/ গণিত/ প্রাণীবিদ্যা-সহ বিভিন্ন বিষয়ে বিএসসি থাকতে হবে। এ ছাড়া যাঁদের বিকম/ বিবিএ/ বিসিএ/ ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট বা অন্যান্য ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে প্রতি ক্ষেত্রেই স্নাতক হতে হবে ২০২০-২৪ সালের মধ্যে। এ ছাড়াও যোগ্যতার বেশ কিছু মাপকাঠির বিষয়ে মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৫ মে আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন