বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
বিভিন্ন বিষয়ে রাজ্য বা জাতীয় স্তরের ফেলোশিপ প্রাপকদের জন্য পিএইচডি-র রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সেই মর্মে দু’দিন আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দ্বিতীয় দফায় পিএইচডি প্রোগ্রামে নাম নথিভুক্তকরণের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীদের এর জন্য অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে আর্টস, সায়েন্স এবং কমার্সের বেশ কয়েকটি বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা, কমার্স, অর্থনীতি, ইংরেজি, ইতিহাস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ম্যানেজমেন্ট, দর্শন, সমাজবিদ্যা, সাঁওতালি, ওয়েমেন স্টাডিজ় বা মানবীবিদ্যা, নৃতত্ত্ব, বায়োমেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ভূগোল, জীবনবিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, ফিজ়িওলজি, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এবং জ়ুলজি বা প্রাণীবিদ্যা।
বিভিন্ন বিভাগে আসনসংখ্যাও ভিন্ন। যেমন একদিকে, বাংলা, কমার্স, অর্থনীতি, ইংরেজি এবং ইতিহাস বিভাগে যথাক্রমে ৪, ৩, ৩, ৩ এবং ১টি আসনে ভর্তির সুযোগ রয়েছে। আবার অন্য দিকে, রসায়ন, গণিত এবং ফিজ়িওলজি বিভাগে যথাক্রমে ২২, ১৪ এবং ৭টি আসনে পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। প্রতি ক্ষেত্রেই আবেদনের জন্য যোগ্যতার নির্দিষ্ট মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া অনলাইন পোর্টালে গিয়ে সমস্ত নথি-সহ বিভিন্ন বিভাগে পিএইচডি-র জন্য নাম নথিভুক্ত করতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ৩ মে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখতে হবে।