সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
রাষ্টায়ত্ত সংস্থায় কাজের সুযোগ। সংশ্লিষ্ট সংস্থায় মোট পাঁচটি পদে কর্মী প্রয়োজন। তাঁদের নিয়োগ করা হবে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে। ওই সংস্থায় জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তি প্রয়োজন। প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকা আবশ্যক।
লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। প্রশ্নের ধরন হবে কম্পিউটার বেসড অবজেক্টিভ। হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রশ্ন থাকছে। মোট ২০০ নম্বরের পরীক্ষা সম্পূর্ণ হবে আড়াই ঘন্টায়। কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ এবং ৩৫টি ইংরেজি শব্দ লেখার দক্ষতা থাকা আবশ্যক। এর জন্য আলাদা করে স্কিল টেস্ট নেওয়া হবে।
উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মেন্টাল এবিলিটি টেস্ট এবং দু’দফায় আরও লিখিত পরীক্ষায় বসতে হবে। এর পরই মেধাতালিকার নিরিখে চূড়ান্ত পর্যায়ে কর্মীদের বেছে নেওয়া হবে। মোট ১০০ টাকা আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনও মাধ্যমে এই পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে না। নিযুক্তেরা প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে শুরু ৬৩,২০০ টাকা বেতন হিসাবে পাবেন।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে ১ ডিসেম্বরের মধ্যে। কী ভাবে আবেদন করবেন, কোন কোন ফর্ম পূরণ করতে হবে বা কী কী নথি পাঠানো প্রয়োজন, এই সমস্ত বিষয় জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।