পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন। সংগৃহীত ছবি।
রাজ্যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন বা ওয়েস্ট বেঙ্গল ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশন (ডব্লিউবিইআরসি)-এ চাকরির সুযোগ। সম্প্রতি সে সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অফলাইনে।
কমিশনে নিয়োগ হবে কনসালট্যান্ট (ফিন্যান্স) পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্য়া বা আবেদনকারীদের বয়ঃসীমার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পদে প্রথমে ছ’মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে এক লক্ষ টাকা।
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক উত্তীর্ণ হওয়ার পর ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বা কস্ট অ্যাকাউন্ট্যান্টসের সদস্য হতে হবে। যাঁরা কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে যোগ্যতা অর্জন করেছেন, তাঁরাও সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২৫ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট দেখতে হবে।