Indian Railway Jobs

শিয়ালদহের রেল হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মখালি, কী ভাবে যোগ্যতা যাচাই হবে ?

সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তদের প্রতি মাসে ভাতা-বাবদ ১,১২,০০০ টাকা দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৪:২৭
B R Singh Hospital.

বিআর সিংহ হাসপাতাল। ছবি: সংগৃহীত।

ভারতীয় রেলে কাজের সুযোগ। রেলের পূর্বাঞ্চলীয় শাখার বিআর সিংহ হাসপাতালে কর্মখালি রয়েছে। চাহিদার নিরিখে ওই হাসপাতালের তরফে সিনিয়র রেসিডেন্ট পদে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম), ডক্টর অফ মেডিসিন (এমডি), ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি)-র মতো ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের ওই হাসপাতালে কাজের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ সাতটি।

Advertisement

উল্লিখিত পদের জন্য অনূর্ধ্ব ৩৭ বছর বয়সি প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, অ্যানাস্থেশিয়োলজি, প্যাথোলজি, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগে কাজ করতে হবে।

নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ভাতা-বাবদ ১,১২,০০০ টাকা দেওয়া হবে। উল্লিখিত পদে মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। তবে, কাজের ভিত্তিতে ওই পদের মেয়াদ তিন বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। ৩ এপ্রিল বেলা ১১টা থেকে শিয়ালদহের বিআর সিংহ হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টরের অফিসে ইন্টারভিউ নেওয়া হবে।

নির্ধারিত দিনে আগ্রহীদের জীবনপঞ্জি-সহ শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র সঙ্গে রাখতে হবে। ওই পদে নিয়োগ সম্পর্কিত বিষয়ে বিশদ জানতে পূর্ব রেলের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন