দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি প্রতিষ্ঠানে কর্মখালি। দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)-এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির ভিত্তিতে জুনিয়র ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তিকে দুর্গাপুরের কর্পোরেট অফিসে কাজ করতে হবে।
জুনিয়র ম্যানেজার পদের কাজ করতে আগ্রহী ব্যক্তির বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। উল্লিখিত পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সাংবাদিকতা, গণজ্ঞাপন, পাবলিক রিলেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। পাশাপাশি তাঁর কোনও সরকারি সংস্থায় পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকার প্রয়োজন।
মাসে ৩৭,৪০০ টাকা - ১,০৮,২০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক মিলবে। ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আবেদনের জন্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র-সহ সমস্ত নথির প্রতিলিপি ডাকযোগে জমা দিতে হবে।
আবেদনকারীরা ইমেল মারফতও আবেদন জানাতে পারবেন। তবে ১ এপ্রিল পর্যন্তই আবেদনপত্র গ্রহণ করা হবে। কবে, কাদের ইন্টারভিউ নেওয়া হবে, সেই সম্পর্কে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।