IIT Kharagpur Jobs 2023

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুরে কর্মখালি, কারা আবেদন করতে পারবেন?

প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী প্রয়োজন। ওই প্রকল্পে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফে আর্থিক অনুদান দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১২:০৩
Indian Institute of Technology, Kharagpur.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুর। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কাজের সুযোগ। এই মর্মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুরের তরফে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মী প্রয়োজন। ওই প্রকল্পে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তরফে আর্থিক অনুদান দেওয়া হবে।

Advertisement

নিযুক্তদের ‘থিওরেটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টাডি অন অ্যাডভান্সিং রিয়েল টাইম মাল্টিএফেক্ট ডিস্টিলেশন ফর ডিস্যালিনেশন: সোলার থার্মাল পাওয়ার ড্রিভেন এনার্জি ম্যানেজমেন্ট, অপটিমাইজ়েশন, এআই বেসড সফট সেন্সিং অ্যান্ড ননলিনিয়র কন্ট্রোল (ওএটি)’ শীর্ষক প্রকল্পে কাজ করতে হবে।

কেমিক্যাল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর কিংবা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের ইউজিসি/ সিএসআইআর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট)-এ উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের কম্পিউটার কোডিং এবং মডেলিং অ্যান্ড স্টিমুলেশন বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

অনূর্ধ্ব ৩২ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। নিযুক্তদের মাসে ৩৫ হাজার পারিশ্রমিক দেওয়া হবে। মোট দু’টি শূন্যপদে নিয়োগ করা হবে। অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। ২৬ অক্টোবরের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আরও জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন