IIT Guwahati Recruitment 2024

আইআইটি গুয়াহাটিতে কর্মখালি, ন্যানোটেকনোলজি বিভাগে চলছে নিয়োগ

নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৬৬,০৮০ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৪:৫০
Indian Institute of Technology, Guwahati.

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটিতে কর্মখালি। প্রতিষ্ঠানের ন্যানোটেকনোলজি বিভাগে কাজের জন্য প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট কাজের জন্য ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। ওই ব্যক্তির ডট নেট, মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে অন্তত চার বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্ত ব্যক্তির জন্য ৬৬,০৮০ টাকা প্রতি মাসে বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে মোট ১১ মাসের চুক্তিতে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তবে, এর জন্য আলাদা করে আবেদনপত্র পাঠানো প্রয়োজন নেই।

১৯ ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের জন্য প্রতিষ্ঠানের ন্যানোটেকনোলজি বিভাগে পৌঁছে যেতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন