JRF Jobs 2024

জিয়োলজিতে উচ্চশিক্ষা লাভ করেছেন? গবেষক খুঁজছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

এক বছরের চুক্তিতে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে। ওই কাজের জন্য মাসে ৩৮,৪৪০ টাকা সাম্মানিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৪:২৬
Presidency University.

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

জিয়োলজিতে উচ্চশিক্ষা লাভ করেছেন? ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এমন প্রার্থীকে গবেষণার কাজ করার সুযোগ দেবে। এই মর্মে সদ্যই বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, জিয়োলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে এক জনকে বেছে নেওয়া হবে।

Advertisement

এর জন্য জিয়োলজিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তবে, অ্যাপ্লায়েড জিয়োলজি বা সমতুল কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তিকে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি)-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।

মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে বহাল রাখা হবে। সাম্মানিক হিসাবে প্রতি মাসে ৩৮,৪৪০ টাকা বরাদ্দ করা হয়েছে। পদপ্রার্থীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথিও পাঠানো প্রয়োজন।

৬ জানুয়ারির আগে আবেদন গ্রহণ করা হবে। প্রার্থীরা সরাসরি ৬ জানুয়ারি ইন্টারভিউও দিতে আসতে পারেন। এ ক্ষেত্রে ওই দিন আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত থাকতে হবে। ১০ জানুয়ারি থেকে উল্লিখিত প্রকল্পের জন্য কাজ শুরু হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন