Ferry Capsized in Mumbai

মুম্বইয়ে লঞ্চডুবি! গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে রওনা দেওয়ার পর দুর্ঘটনা, মৃত দুই, নিখোঁজ পাঁচ

মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি লঞ্চ। লঞ্চটিতে ৮০ জন যাত্রী ছিলেন। লঞ্চডুবিতে এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:০১
বুধবার বিকেলে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে লঞ্চ।

বুধবার বিকেলে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে লঞ্চ। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে রওনা দেওয়ার পর আরব সাগরে দুর্ঘটনার কবলে পড়ল একটি লঞ্চ। যাত্রীদের নিয়ে ডুবতে শুরু করে লঞ্চটি। বুধবার বিকালে গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, লঞ্চটিতে মোট ৮৫ জন যাত্রী ছিলেন। পাঁচ জন লঞ্চের কর্মী এবং ৮০ জন যাত্রী। দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহম্মুম্বই মহানগরপালিকা থেকে জানানো হয়েছে, লঞ্চডুবির ঘটনায় পাঁচ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি।

এলিফ্যান্টা গুহার কাছেই লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় মাছ ধরার লঞ্চ, নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধার করা শুরু হয়। দুর্ঘটনার সময়ের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে একটি লঞ্চ আরব সাগরে ডুবে যাচ্ছে। ডুবন্ত লঞ্চের মধ্যে লাইফ জ্যাকেট পরে অনেক মানুষের ভিড়। লঞ্চের বেশির ভাগ অংশই তত ক্ষণে ডুবে গিয়েছে। যে অংশটুকু জলস্তরের উপরে রয়েছে, সেখানে আতঙ্কিত যাত্রীরা কোনও রকমে দাঁড়িয়ে রয়েছেন। পাশেই একটি স্পিড বোট এবং অপর দুটি তরীতে তাঁদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ছিল একটি তুলনামূলক বড় আকারের জাহাজও। একে একে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী।

মুম্বই শহরের অদূরেই আরব সাগরের বুকে এলিফ্যান্টা দ্বীপে রয়েছে পাহাড় কেটে তৈরি একগুচ্ছ গুহা। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের জন্য এটি মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। এলিফ্যান্টা গুহা যাওয়ার জন্য লঞ্চ পরিষেবা পাওয়া যায় মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকেরাও এই লঞ্চগুলি ব্যবহার করেন।

Advertisement
আরও পড়ুন