CSIR Recruitment 2025

পাইথনে দক্ষ? জানেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ়ও? কেন্দ্রীয় সংস্থায় মিলবে গবেষণার সুযোগ

১২ মাসের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিকে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে হবে। কর্মস্থল হবে গোয়া।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৮:০৫
National Institute of Oceanography.

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি। ছবি: সংগৃহীত।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এ কর্মখালি। এর অধীনস্থ প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফিতে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী প্রয়োজন। ওই কাজে এক জনকে নিয়োগ করা হবে। তাঁর কর্মস্থল হবে গোয়া।

Advertisement

মোট ১২ মাসের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। তাঁর জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রার্থীর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ় অর্থাৎ সি+, সি নিয়ে কাজের অভিজ্ঞতা এবং পাইথনের জ্ঞান থাকা আবশ্যক।

আবেদনকারীদের ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে স্নাতক হওয়া প্রয়োজন। তবে, প্রার্থীদের যোগ্যতা কী ভাবে যাচাই করা হবে, সেই সম্পর্কে কোনও তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট পদে আবেদনের শেষ দিন ৯ জানুয়ারি। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কেরিয়ার বিভাগে থাকা লিঙ্কে প্রবেশ করে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য কী কী নথি প্রয়োজন, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন