HS Exam 2025

ত্রুটিমুক্ত মূল্যায়নে জোর, উচ্চ মাধ্যমিক শেষ হতেই একগুচ্ছ নির্দেশিকা শিক্ষা সংসদের

বিগত কয়েক বছর উত্তরপত্র মূল্যায়ন, নম্বর তোলার মতো বিষয় নিয়ে গরমিল থাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৬:১৮
HS Exam 2025.

ছবি: সংগৃহীত।

মঙ্গলবার শেষ হল ২০২৪-২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার পরই খাতা দেখা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাতে উত্তরপত্র মূল্যায়ন, কেজিং-এ সঠিক নম্বর তোলা, উত্তরপত্র থেকে মার্কস ফয়েলে নম্বর তোলা, লুজ় শিটের হিসাবে গরমিল সংক্রান্ত ঘটনার পুনরাবৃত্তি রুখতে কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে, সেই সংক্রান্ত তথ্যও দেওয়া হয়েছে।

Advertisement

পরীক্ষক এবং সমীক্ষকদের কেজিং-এ লেখা নম্বর এবং উত্তরপত্রে দেওয়া নম্বর এক কি না, তা যাচাই করে নিতে হবে। এ ছাড়াও প্রতিটি প্রশ্নের উত্তরের প্রতিটি ধাপে নম্বর দেওয়া হয়েছে কি না, কিংবা যোগফলে ভুল রয়েছে কি ন তা খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে জানাতে হবে প্রধান পরীক্ষককে। স্ক্রুটিনির সময়ও একই পদ্ধতিতে প্রতিটি প্রশ্নের নম্বর যাচাই করে যোগফল মিলিয়ে দেখতে হবে।

এ ছাড়াও পরীক্ষক এবং সমীক্ষকদের খাতা দেখার সময় পৃথক কালির পেন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ২০২৪-এ পুনর্মূল্যায়ন পদ্ধতিতে ত্রুটি থাকায় আদালত পর্যন্ত মামলা গড়িয়েছিল। তাই, পরীক্ষার মূল্যায়নকে ঘিরে শিক্ষা সংসদের ভাবমূর্তি যাতে বজায় থাকে, পরীক্ষার্থীদের খাতার মূল্যায়ন যাতে ত্রুটিমুক্ত হয়, সেই বিষয়ে বিশেষ ভাবে পরীক্ষক এবং সমীক্ষকদের সতর্ক থাকার আর্জি জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

২০২৪ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে অনলাইন ব্যবস্থা চালু হয়েছে। পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে আপলোড করতে হবে পরীক্ষকদের। এ ক্ষেত্রেও যাঁরা অনলাইনে নম্বর আপলোড করবেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাঁদেরও বিশেষ ভাবে সতর্ক থাকার বার্তা দিয়েছে।

Advertisement
আরও পড়ুন