প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ। এই মর্মে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জিয়োলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ একটি।
জিয়োলজি কিংবা অ্যাপ্লায়েড জিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তবে তাঁকে ইগনিয়াস পেট্রোলজি, ওরি জিয়োলজি, জিয়োকেমিস্ট্রি বিষয়ে জ্ঞান থাকতে হবে। লেকচারশিপে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে যে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে, তাতে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি-র তরফে আর্থিক অনুমোদন দেওয়া হবে। ওই কাজের জন্য প্রথম দু’বছরের জন্য ২৫ হাজার টাকা এবং তৃতীয় বছরে ৩০ হাজার টাকা মাসিক পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। ইমেল মারফত জীবনপঞ্জি, স্বপ্রত্যয়িত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র-সহ সমস্ত শংসাপত্রের প্রতিলিপি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদন ২৭ জুলাই পর্যন্ত গ্রহণ করা হবে। আরও তথ্যের জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।