এমস দিল্লি। ছবি: সংগৃহীত।
এমস দিল্লিতে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে এমস দিল্লির ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রোজেক্ট কোঅর্ডিনেটর এবং ফিল্ড স্টাফ নিয়োগ করা হবে। ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে ২ প্রকল্পে কাজের জন্য এই পদ দু’টিতে নিয়োগ। মোট শূন্যপদ আটটি। এক বছরের জন্য প্রকল্পটিতে কাজের মেয়াদ। উভয় পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রোজেক্ট কোঅর্ডিনেটর পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর হতে হবে। প্রতি মাসে ৫৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। ফিল্ড স্টাফ পদে আবেদনের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে। প্রতি মাসে ৪৫ হাজার টাকা বেতন মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
এমস দিল্লির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন । এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এমস দিল্লির ওয়েবসাইটটি দেখতে পারেন।