BJP

Bengal Polls: ডানকুনিতে বাড়ি বাড়ি ঘুরে প্রচার যশের, হঠাৎই জড়িয়ে ধরলেন এক তরুণী

ভোটের প্রচারে যশকে ঘিরে উন্মাদনা আগেও হয়েছে। যেখানেই গিয়েছেন, সেখানেই তাঁকে ঘিরে ধরেছেন অনুরাগীরা। শুক্রবারও একই ছবি দেখা গেল ডানকুনিতে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ২২:৫৪
অনুরাগীর আবেগে বাঁধা পড়লেন যশ দাশগুপ্ত।

অনুরাগীর আবেগে বাঁধা পড়লেন যশ দাশগুপ্ত। —নিজস্ব চিত্র।

রুপোলি পর্দার নায়ককে সামনে পেয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না। ছুটে এসে যশ দাশগুপ্তকে জড়িয়ে ধরলেন ডানকুনির এক তরুণী। শুক্রবার ভোটপ্রচারে এসে এমনই অভিজ্ঞতা হল চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিনেতা যশের।

ভোটের প্রচারে যশকে ঘিরে এমন উন্মাদনা আগেও হয়েছে। যেখানেই গিয়েছেন, সেখানেই তাঁকে ঘিরে ধরেছেন অনুরাগীরা। শুক্রবারও একই ছবি দেখা গেল হুগলি জেলার ডানকুনিতে। চণ্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী যশ শুক্রবার হিমনগরের মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন। এলাকায় ২ এবং ৩ নম্বর ওয়ার্ডেও ভোটপ্রচার সারেন তিনি।

Advertisement

প্রতি বারের মতো এ বারও নায়ককে দেখতে এলাকার মানুষজনের ভিড় জমে যায়। হুড়োহুড়ি পড়ে যায় যশের সঙ্গে নিজস্বী তুলতেও। সে সময়ই নায়ককে সামনে পেয়ে জড়িয়ে ধরেন এলাকার এক তরুণী। তাতে দশ্যতই খানিকটা যেন অস্বস্তিতে পড়লেন যশ। তবে মুহূর্তের মধ্যে নিজেকে সামলেও নেন তিনি। যশের সঙ্গে হাত মিলিয়ে তাঁর পথ ছেড়ে দেন ওই তরুণী। তবে ততক্ষণে ভিড় বেড়ে গিয়েছে। ‘গ্যাংস্টার’ সিনেমার নায়ককে ঘিরে নিজস্বী তোলার আবদার করতে থাকেন এলাকার ৮ থেকে ৮০। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁদের আবদার পূরণ করে নিজস্বী তোলেন যশ। এখন দেখার, যশের প্রতি অনুরাগীদের এই ভালবাসা ইভিএমে দেখা যায় কি না!

Advertisement
আরও পড়ুন