Lok Sabha Election 2024

জ্যোতির্ময়ের গ্রামে প্রচার, তাঁর বাড়ি এড়ালেন শান্তিরাম

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মনে করিয়ে দিচ্ছেন, অতীতে লোকসভায় তৃণমূলেরই প্রার্থী মৃগাঙ্ক মাহাতো প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর বাড়িতে গিয়ে তাঁর মায়ের পা ছুঁয়ে প্রমাণ সেরে সৌজন্য বিনিময় করেছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ০৮:৩৩
জ্যোতির্ময়ের বাড়ির কাছে শান্তিরামেরা। ছবি: দেবাশিস বন্দ্যোপাধ্যায়

জ্যোতির্ময়ের বাড়ির কাছে শান্তিরামেরা। ছবি: দেবাশিস বন্দ্যোপাধ্যায়

বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর গ্রামে প্রচারে গেলেও তাঁর বাড়ি এড়িয়ে গেলেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। যদিও তাঁর দাবি, বাড়িটা চিনতে না পারায় যেতে পারেননি।

Advertisement

মঙ্গলবার বাঘমুণ্ডি বিধানসভা এলাকায় তৃণমূলের ‘অধিকার যাত্রা’ কর্মসূচি ছিল। বাঘমুণ্ডিতে প্রচার সেরে দুপুরে ঝালদার পুস্তি পঞ্চায়েতের পাতরাডি গ্রামে পৌঁছন তৃণমূল প্রার্থী শান্তিরাম। সঙ্গে ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, নির্বাচনী কোর কমিটির চেয়ারম্যান সুজয় বন্দ্যোপাধ্যায়, এলাকার বিধায়ক সুশান্ত মাহাতো প্রমুখ। ওই গ্রামেই বাড়ি বিজেপি প্রার্থী জ্যোতির্ময়ের। শান্তিরাম কি জ্যোতির্ময়ের বাড়িতে ভোট চাইতে যাবেন, তা নিয়ে কৌতূহল ছিল অনেকের।

তেমনটা অবশ্য ঘটেনি। জ্যোতির্ময়ের বাড়ির সামনে থেকে তৃণমূলের পদযাত্রা গ্রামের দিকে এগোতে থাকে। জ্যোতির্ময়ের বাড়িতে ছিলেন তাঁর বয়স্কা মা অম্বিকা সিং মাহাতো। তবে তৃণমূল প্রার্থীর ঘরে না আসা নিয়ে তেমন কিছু বলতে চাননি তিনি। অম্বিকাদেবীর কথায়, ‘‘এ নিয়ে কী আর বলব?’’ জ্যোতির্ময় বলেন, ‘‘এটা একান্তই শান্তিরামবাবুর ব্যক্তিগত ব্যাপার। হতে পারে তিনি দলের ঠিক করে দেওয়া সূচি অনুযায়ী প্রচার সারছেন।’’ তবে বিগত দিনে এই জেলায় সৌজন্যের রাজনীতির টুকরো কিছু ঘটনা প্রসঙ্গে জ্যোতির্ময়ের অভিযোগ, ‘‘তৃণমূলের সৌজন্য! আমাদের ঝাড়গ্রামের প্রার্থীকে তৃণমূল মারধর করেছে।’’

তবে শান্তিরামের দাবি, ‘‘ওঁর মায়ের সঙ্গে দেখা করার ছিল। তবে বাড়িটা চিনতে পারিনি বলে যাওয়া আর হল না।’’

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মনে করিয়ে দিচ্ছেন, অতীতে লোকসভায় তৃণমূলেরই প্রার্থী মৃগাঙ্ক মাহাতো প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর বাড়িতে গিয়ে তাঁর মায়ের পা ছুঁয়ে প্রমাণ সেরে সৌজন্য বিনিময় করেছেন।

তবে বিজেপি প্রার্থীর এলাকায় এসে তাঁর বিরুদ্ধে সরব ছিলেন শান্তিরাম।ঝালদার ইলুতে পথসভা থেকে বিজেপি প্রার্থীকে গত পাঁচ বছরে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতারায় যদিও বিজেপির রাজ্য নেতা বিদ্যাসাগর চক্রবর্তীর কটাক্ষ, ‘‘ওঁদের ভিত্তিহীন কথাবার্তার কোনও মানে হয় না। তৃণমূলের হার নিশ্চিত।’’

Advertisement
আরও পড়ুন