Lok Sabha Election 2024

ভোটের মুখে বড় ভাঙন বিজেপিতে, মুর্শিদাবাদে তৃণমূলে যোগ দুশোর বেশি পদ্ম সমর্থক পরিবারের

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সার্বিক উন্নয়ন দেখে ওই পরিবারগুলি বিজেপির সঙ্গে ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে বলে দাবি শাসকদলের। তৃণমূলের লোক, তৃণমূলে গিয়েছে, প্রতিক্রিয়া বিজেপির।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জঙ্গিপুর শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১৬:০৩
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। — নিজস্ব চিত্র।

ভোটের আগেই ভাঙন শুরু বিজেপিতে। মুর্শিদাবাদ জেলায় ধাক্কা খেল বিজেপি। শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জঙ্গিপুর বিধানসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল প্রায় দুশো বিজেপি সমর্থক পরিবার। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জ়াকির হোসেন শনিবার বিজেপি সমর্থক পরিবারগুলির হাতে তৃণমূলের পতাকা তুলে তাদের তৃণমূলে যোগ দেওয়ান।

Advertisement

জ়াকির হোসেন বলেন, ‘‘‌সুতি ১ ব্লকের বংশবাটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে স্থানীয় বিজেপি নেতা দেবাশিস মাঝি এবং দুলাল মাঝির নেতৃত্বে প্রায় ২০০টি পরিবার তৃণমূলে যোগদান করল।’‌’ তিনি আরও বলেন, ‘‘‌রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং জঙ্গিপুর বিধানসভা এলাকায় দলের উন্নয়নমূলক কাজ দেখে এই পরিবারগুলি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে রাজ্যে তৃণমূল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল থাকবে না।’’‌

বিজেপি রাজ্য নেত্রী মাফুজা খাতুন বলেন, ‘‘ওরা তৃণমূলেরই লোক। তৃণমূলেই যোগ দিয়েছে। এ সব হাস্যকর কর্মকাণ্ড করে কোনও লাভ হবে না।’’

আরও পড়ুন
Advertisement