প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩ মার্চ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে জানা গিয়েছে, নয়াদিল্লির চাণক্যপুরীর সুষমা স্বরাজ ভবনে হবে ওই বৈঠক। তার পরেই নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে বলে মঙ্গলবার জল্পনা তৈরি হয়েছে।
লোকসভা নির্বাচনের সঙ্গেই দেশের চার রাজ্য— অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটের নির্ঘণ্টও ঘোষণা করার কথা কমিশনের। ৫৪৩ আসনের লোকসভায় নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার কথা মে মাসে। সংবিধান অনুযায়ী, জুনের মধ্যেই নতুন সরকারকে শপথ নিতে হবে। ৩ মার্চের বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পর্যালোচনার বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে সরকারি সূত্রের খবর।
প্রথা অনুযায়ী লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠক হয়। তার কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে। যদিও ভোটের নির্ঘণ্ট ঘোষণার ক্ষেত্রে প্রত্যক্ষ ভাবে সরকারের কোনও ভূমিকা নেই। বিরোধীদের একাংশের আশঙ্কা, শেষ মুহূর্তে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প ঘোষণার জন্য বাড়তি সময় দেওয়া হতে পারে মোদী সরকারকে। দিনক্ষণ ঘোষণার পরে যা করা যায় না।