Lok Sabha Election 2024

প্রথম দিন প্রচারে বেরিয়ে ‘ঠোক্কর’! উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূনের পাশে দেখা গেল না বড় নেতাদের

উত্তর মালদহ কেন্দ্রে তৃণমূল তাঁকে প্রার্থী করার পর সোমবার মালদহে এসেছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একাধিক এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
পুরাতন মালদহ শেষ আপডেট: ১২ মার্চ ২০২৪ ১৬:১৬
Prasun Banerjee

লোকসভা ভোটের প্রচারে প্রাক্তন পুলিশকর্তা তথা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

প্রার্থী অপছন্দ? না কি বিজেপি যে ‘বহিরাগত’ বলে প্রচার শুরু করেছে, সেটা জেলা তৃণমূলের নেতারাও ভাবছেন? লোকসভা ভোটের প্রচারের প্রথম দিনে কি ধাক্কা খেলেন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়েছিলেন প্রাক্তন পুলিশকর্তা তথা তৃণমূল প্রার্থী। কিন্তু তাঁর পাশে দেখা গেল না জেলা তৃণমূলের কোনও নেতাকেই‌। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যসভার সাংসদ মৌসম নুর এমনকি, মন্ত্রী সাবিনা ইয়াসমিন থেকে দলের চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক সমর মুখোপাধ্যায়— প্রচারে কাউকেই পেলেন না প্রসূন। প্রথম দিনের প্রচারে তৃণমূলের কয়েক জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পুরনো মালদাহে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। প্রসূন অবশ্য বলছেন, সবে প্রচার শুরু করলেন। আলাপচারিতার পর সকলকেই দেখা যাবে। তবে বিজেপির কটাক্ষ, ‘‘তৃণমূল কর্মীরা আসলে হতাশ। কারণ, মালদহের দুটি কেন্দ্রেই তৃণমূল বহিরাগতকে প্রার্থী করেছে।” উল্লেখ্য, মালদহ দক্ষিণে তৃণমূল প্রার্থী করেছে শাহনওয়াজ আলি রহমানকে। তবে মঙ্গলবার দলের প্রার্থীর প্রচার নিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিমের দাবি, গোষ্ঠীকোন্দলের কোনও ব্যাপার নেই। তাঁর কথায়, ‘‘আমাদের উত্তর মালদহের প্রার্থী পুরনো মালদহতেই থাকবেন। তাই প্রাথমিক ভাবে আজ তাঁর প্রচার শুরু হয়েছে।’’

Advertisement

উত্তর মালদহ কেন্দ্রে তৃণমূল তাঁকে প্রার্থী করার পর সোমবার মালদহে এসেছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন। মঙ্গলবার নির্বাচনী প্রচারের প্রথম দিন পুরাতন মালদহের একাধিক এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি। দেওয়াল লিখনেও অংশ নেন নিজে। কিন্তু জেলা তৃণমূলের বড় কোনও মুখ কেন তাঁর প্রচারে নেই? প্রসূনের জবাব, ‘‘সকলেই আমার পাশে রয়েছেন। বিজেপির গড় বলে মালদহে কিছু থাকবে না। ধুলোয় মিশে যাবে বিজেপি।’’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘‘নিজের হাতে দেওয়াল লিখব। কাউন্সিলররা রয়েছেন। টাউনের প্রেসিডেন্টরা আছেন। সকলের সঙ্গে আলোচনা করব। আলাপচারিতা হবে। ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গিয়েছে। এর পর থেকে নিয়মিত ভাবে প্রচারে পাবেন আমাকে। যেখানে যেখানে বিরোধীরা জিতেছিল, সেখানে ঢুকে আমরা জিতব।’’

প্রথম দিনের প্রচারে তৃণমূলের কয়েক জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পুরনো মালদাহে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। প্রসূন অবশ্য বলছেন, সবে প্রচার শুরু করলেন। আলাপচারিতার পর সকলকেই দেখা যাবে। তবে বিজেপির কটাক্ষ, ‘‘তৃণমূল কর্মীরা আসলে হতাশ। কারণ, মালদহের দু’টি কেন্দ্রেই তৃণমূল বহিরাগতকে প্রার্থী করেছে।” উল্লেখ্য, মালদহ দক্ষিণে তৃণমূল প্রার্থী করেছে শাহনওয়াজ আলি রহমানকে। তবে মঙ্গলবার দলের প্রার্থীর প্রচার নিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিমের দাবি, গোষ্ঠীকোন্দলের কোনও ব্যাপার নেই। তাঁর কথায়, ‘‘আমাদের উত্তর মালদহের প্রার্থী পুরনো মালদহতেই থাকবেন। তাই প্রাথমিক ভাবে আজ তাঁর প্রচার শুরু হয়েছে।’’

উত্তর মালদহ কেন্দ্রে তৃণমূল তাঁকে প্রার্থী করার পর সোমবার মালদহে এসেছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন। মঙ্গলবার নির্বাচনী প্রচারের প্রথম দিন পুরাতন মালদহের একাধিক এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি। দেওয়াল লিখনেও অংশ নেন নিজে। কিন্তু জেলা তৃণমূলের বড় কোনও মুখ কেন তাঁর প্রচারে নেই? প্রসূনের জবাব, ‘‘সকলেই আমার পাশে রয়েছে। বিজেপির গড় বলে মালদহে কিছু থাকবে না। ধুলোয় মিশে যাবে বিজেপি।’’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘‘নিজের হাতে দেওয়াল লিখব। কাউন্সিলররা রয়েছেন। টাউনের প্রেসিডেন্টরা আছেন। সবার সঙ্গে আলোচনা করব। আলাপচারিতা হবে। ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গিয়েছে। এর পর থেকে নিয়মিত ভাবে প্রচারে পাবেন আমাকে। যেখানে যেখানে বিরোধীরা জিতেছিল, সেখানে ঢুকে আমরা জিতব।’’

আরও পড়ুন
Advertisement