Lok Sabha Election 2024

সবুজ-কমলা রসগোল্লা নিয়ে তৈরি মিষ্টি ব্যবসায়ীরাও

রবিবার সন্ধ্যে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান ও রং ব্যবহার করে তৈরি নানা মিষ্টির দেখা মিলেছে বাজারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ০৬:৩২
দলের প্রতীক দেওয়া মিষ্টি।

দলের প্রতীক দেওয়া মিষ্টি। ছবি: উদিত সিংহ।

এক দিকে বুথ ফেরত সমীক্ষা নিয়ে চর্চায় তুঙ্গে রাজনৈতিক মহল, অন্য দিকে মিষ্টির বাজার ছেয়েছে সবুজ-কমলা রসগোল্লা ও নানা দলের প্রতিকী দিয়ে তৈরি সন্দেশে। বিজয় উৎসবে মিষ্টিমুখ তো হবেই, সম্ভাবনার কথা চিন্তা করেই প্রস্তুত শহরের মিষ্টি ব্যবসায়ীরা। তবে আজ, মঙ্গলবার কোন মিষ্টির কপাল খুলবে, সেই দিকেই তাকিয়ে সবাই।

Advertisement

রবিবার সন্ধ্যে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের স্লোগান ও রং ব্যবহার করে তৈরি নানা মিষ্টির দেখা মিলেছে বাজারে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বরাত আসাও শুরু হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এক মিষ্টির দোকানের কর্মী উৎপল দত্তের দাবি, ‘খেলা হবে সন্দেশ’ এবং তৃণমূলের জোড়া ফুল ছাপ দেওয়া সন্দেশের মূল্য রাখা হয়েছে ১০ টাকা। বিজেপির পদ্মফুলের আদলে তৈরি মিষ্টির মূল্য রাখা হয়েছে ১৫ টাকা। কমলা এবং সবুজ রসগোল্লার দাম ১০ টাকা করে।

দোকানের আরও এক কর্মী জানান, গত বিধানসভা নির্বাচনে সবুজ রসগোল্লার ব্যাপক চাহিদা ছিল। এ বারে অনেক সমীক্ষা বলছে বিজেপি কিছু আসন পাবে। সেই কারণে কমলা রসগোল্লা এবং পদ্মফুলের আদলে তৈরি মিষ্টিও তৈরী রাখা হয়েছে। মিষ্টি ব্যবসায়ী সৌমেন দাস বলেন, “চাহিদার কথা মাথায় রেখে দু’ধরনের মিষ্টি তৈরি করা হয়েছে। কোন দল জিতবে, বলা মুশকিল। তবে এই দুই দলের বরাতই বেশি পাওয়া যায়। সে হিসেবে মিষ্টি তৈরি করা হয়েছে। কাল যে দলই জিতুক, আমরা কাঁচামাল নিয়ে তৈরি রাখছি। চাহিদা বাড়লে যাতে জোগান দিতে পারি।”

Advertisement
আরও পড়ুন