মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
বিষ্ণুপুরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন মমতা। জানান, শাহ নির্বাচনী বিধি ভেঙেছেন। মমতা বলেন, ‘‘শাহ এখানে এসে বলছেন, শেয়ার বাজারে বেশি বেশি টাকা বিনিয়োগ করতে। এটা উনি করতে পারেন না। এখন নির্বাচন চলছে। নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন শাহ।’’
বিষ্ণুপুরের সভা থেকে মমতা বলেন, ‘‘কেউ যেন এখানে না ভাবে যে, আমি বড় কেউকেটা হয়ে গেছি। মনে রাখতে হবে, মানুষই সব। মানুষকে ভালবাসতে হবে।’’
তিনি যে কপ্টারে ঘোরেন, তাতে অত্যন্ত গরম অনুভূত হয়। বিষ্ণুপুরের সভা থেকে এমনটাই জানিয়েছেন মমতা। বলেন, ‘‘পৌনে দু’মাস ধরে নির্বাচন চলছে। রোদে জ্বলছি। দিল্লির নেতাদের বড় ব্যাপার। এই ছোট হেলকপ্টারে তারা ঘোরে না। ছোট কপ্টারে হাওয়া ঢোকে না। ভিতরে আগুনের হল্কা থাকে, কষ্ট হয়। মুখ্যমন্ত্রীরা কিছু পান না। এই কপ্টারও পার্টি থেকে ভাড়া করতে হয়। প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য হাজার হাজার খরচ করা হয়।’’
দেশে কত আসন পাবে বিজেপি? কোথায় ভোট কমবে? বিষ্ণুপুর থেকে তা-ও বলে দিলেন মমতা। তিনি বলেন, ‘‘ওরা বলছে ৪০০ পার করবে। সারা দেশে ২০০ আসনও পাবে না বিজেপি। কর্নাটকে? ঘেঁচু। কেরলে? কাঁচকলা। তামিলনাড়ুতে? নো চান্স। উত্তর পূর্ব, হরিয়ানা, দিল্লিতে কিছুই পাবে না ওরা। রাজস্থানে ভোট কম পাবে। মধ্যপ্রদেশেও আগে যা পেয়েছিল, তার চেয়ে কম পাবে। পঞ্জাব, বিহার, ওড়িশা, বাংলাও ওরা পাবে না। অঙ্কটা পরিষ্কার।’’
বাঁকুড়ায় গিয়ে সিপিএমের ৩৪ বছরের শাসনের তীব্র নিন্দা করেন মমতা। বলেন, ‘‘বাঁকুড়ায় সারেঙ্গা দিয়ে একটা সুড়ঙ্গ ছিল। মানুষ খুন করে সিপিএম সেখানে লাশ ভাসিয়ে দিত। লোকে ওদের ভয় পেত। জঙ্গলমহল খালি অশান্তি হত। সিপিএম অবাধে খুন করত।’’
বিষ্ণুপুরে মমতার সভা চলাকালীন সেখানে উপস্থিত এক জন অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে যায় তাঁর। মমতা বক্তৃতা থামিয়ে তাঁর খোঁজ নেন। বলে ওঠেন, ‘‘কেউ কি অসুস্থ হয়েছে? আমার গাড়িতে দরকার হলে হাসপাতালে নিয়ে যাও।’’ পরে অবশ্য তিনি অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই অসুস্থ ব্যক্তিকে। তাঁর চিকিৎসার বন্দোবস্ত করতে বলেন।
মঞ্চেই সুজাতার কাছ থেকে তাঁর প্রাক্তন স্বামীর সম্পত্তির খতিয়ান শোনান মমতা। বলেন, ‘‘ওর প্রাক্তন স্ত্রী বলছে ওর ছ’টা বাড়ি। ও তো তা-ও এখন অফিসিয়াল বৌ নয়। আরও ক’টা আছে কে জানে।’’ এর পর সুজাতা তাঁর প্রাক্তন স্বামীর সম্পত্তির কথা মঞ্চে জানান।
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে কটাক্ষ করেন মমতা। বলেন, ‘‘ওই ছেলেটাকে সুজাতা কী করে বিয়ে করেছিল ভগবান জানে। আমি নাম নিতে চাই না। আমার কাছে ওর অনেক ছবি আছে। সুজাতা যা ঝগড়ুটে, আমি ছবি ছাড়লে ও আগে যাবে ঝগড়া করতে।’’
বিষ্ণুপুরে গিয়ে মমতা বলেন, ‘‘এখানকার ছেলেমেয়েরা ভাল পড়াশোনা করছে। ভাল রেজাল্ট করছে। আমি এখানে বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। মেডিক্যাল কলেজ, রাস্তা, সেতু করে দিয়েছি। ওন্দা আগে কী ছিল, এখন পুরো পাল্টে গিয়েছে।’’
বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাকে কেন্দ্র করে জমসমাগম হয়েছে।
বিষ্ণুপুর কেন্দ্রে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সেখানে জনসভা করছেন।