Lok Sabha Election 2024

‘জিতলে তৃণমূলের দখল করা পার্টি অফিস বামেদের ফিরিয়ে দেব’! তবে শর্তও দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ

নিশীথের প্রতিশ্রুতি প্রসঙ্গে সিপিএম নেতা শমীক লাহিড়ি সোমবার বলেন, ‘‘পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার পরে উনি (নিশীথ) সেগুলিকে কী করতে চান? গরু পাচারের কেন্দ্র করতে চান?’’

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৪ ১৯:৪৫
Cooch Behar BJP candidate for Lok Sabha Election 2024 Nisith Pramanik vows to return offices to left parties which are occupied by TMC

সোমবার নির্বাচনী সভায় বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।

লোকসভা ভোটের ফল প্রকাশের পরে বামেদের বেদখল দলীয় দফতরগুলি তৃণমূলের হাত থেকে দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বিনিময়ে বামপন্থী ভোটারদের কাছে ভোট নষ্ট না করে ‘সঠিক জায়গায় দেওয়ার’ অনুরোধ করেছেন তিনি।

Advertisement

মাথাভাঙ্গার মহকুমার শীতলখুচি বিধানসভা কেন্দ্রের গোলকগঞ্জ বাজারের মাঠে নির্বাচনী সভায় সোমবার কোচবিহার কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী নিশীথের ঘোষণা, তিনি এ বার ভোটে জিতলেই তৃণমূলের হাতে বেদখল দলীয় দফতরগুলি বাম দলগুলিকে ফিরিয়ে দেবেন। ওই সভায় নিশীথের সমর্থনে প্রধান বক্তা হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়-সহ অন্য নেতা-নেত্রীরা।

নিশীথের প্রতিশ্রুতি প্রসঙ্গে সিপিএম নেতা শমীক লাহিড়ি সোমবার বলেন, ‘‘পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার পরে উনি (নিশীথ) সেগুলিকে কী করতে চান? গরু পাচারের কেন্দ্র করতে চান? তৃণমূলে থাকাকালীন তো উনি ওই কাজই করতেন।’’ অন্য দিকে, তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘‘নিশীথ তো গত পাঁচ বছর ধরে কোচবিহারের সাংসদ। কেন্দ্রে হাফপ্যান্ট মন্ত্রী। এত দিন বামেদের দফতরগুলি ফেরাননি কেন? এগুলি কিছুই নয়, বাম ভোট পাওয়ার মরিয়া চেষ্টা।’’

সোমবারের ওই নির্বাচনী সভায় নিশীথ বলেন, ‘‘ভোটের ফল প্রকাশের পর সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে যাতে সমস্ত রাজনৈতিক দল তাদের অধিকার প্রয়োগ করতে পারে, সেই কারণে বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মণ্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে, বুথ থেকে শুরু করে যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের কাজে লাগবে, বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনাদের ভোট সেখানেই দেবেন।’’

Advertisement
আরও পড়ুন