Lok Sabha Election 2024

‘পরমাত্মা কি তবে ওঁকে অম্বানী-আদানিদের সাহায্য করতে পাঠিয়েছেন!’ মোদীকে খোঁচা দিলেন রাহুল গান্ধী

মোদী সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর জন্ম কোনও সাধারণ ঘটনা নয় বলেই তিনি বিশ্বাস করেন। মোদীর মতে, তাঁকে পরমাত্মা পাঠিয়েছেন কোনও বিশেষ লক্ষ্য পূরণ করতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ২২:২২
(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী (ডান দিকে)।

(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী (ডান দিকে)। —ফাইল ছবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরমাত্মা’ মন্তব্য নিয়ে ফের খোঁচা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের দেওরিয়ায় মঙ্গলবার কংগ্রেসের সভায় তাঁর মন্তব্য, ‘‘ওঁর (মোদীর) পরমাত্মা কি তবে গৌতম আদানি, মুকেশ অম্বানীদের সাহায্য করার জন্য ওঁকে পাঠিয়েছেন!’’

Advertisement

মোদী সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর জন্ম কোনও সাধারণ ঘটনা নয় বলেই তিনি বিশ্বাস করেন। মোদীর মতে, তাঁকে পরমাত্মা পাঠিয়েছেন কোনও বিশেষ লক্ষ্য পূরণ করতে। সেই লক্ষ্যপূরণ না হলে পরমাত্মা তাঁকে ডেকে নেবেন না বলেও তাঁর বিশ্বাস। এর পরেই প্রশ্ন ওঠে, মোদী কি তবে বোঝাতে চেয়েছেন তাঁর জন্ম জৈবিক ভাবে হয়নি!

এর পরে একটি সাক্ষাৎকারে মোদী ওই প্রসঙ্গ তুলে দাবি করেন, ওই ধারণার জন্য তাঁকে কেউ ‘পাগল’ ভাবতেই পারেন। তবে তাঁর দৃঢ় বিশ্বাস, ভগবানই পৃথিবীতে পাঠিয়েছেন তাঁকে। এই প্রসঙ্গে মোদী বলেন, ‘‘কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে পরমাত্মা (ঈশ্বর) আমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। এক বার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে। এই কারণে আমি নিজেকে সম্পূর্ণ ভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি।’’

এমনকি, ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর দাবি করেন, ঈশ্বর তাঁকে বিভিন্ন কাজ করার জন্য ‘নির্দেশ’ দেন। তবে কখনও আসল উদ্দেশ্যের কথা বলেন না। মোদীর কথায়, ‘‘ঈশ্বর কখনও তাঁর আসল লক্ষ্যের কথা বলেন না। আমি কী করি, তা দেখেন আগে। এর পরে কী করতে হবে, তা জানতে আমিও সরাসরি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারি না।’’ সোমবার বিহারে ভোটের প্রচারে গিয়ে মোদীর ওই পরমাত্মা-মন্তব্য নিয়ে খোঁচা দিয়েছিলেন রাহুল। তিনি বলেন, ‘‘ইডির জেরা থেকে বাঁচতেই এখন নরেন্দ্র মোদী বলছেন, পরমাত্মার কথায় সব কাজ করছেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement