মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী। — নিজস্ব চিত্র।
মিনাখাঁর তৃণমূল বিধায়ক উষারানি মণ্ডল এবং তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাড়োয়ায় সভা থেকে তীব্র আক্রমণ দলীয় বিধায়ককে।
‘‘তৃণমূলের এমএলএ থাকবেন কিন্তু মিটিংয়ে আসবেন না, তা চলবে না। যত ক্ষণ ক্ষমা চেয়ে পায়ে না ধরবে, তত ক্ষণ উষারানি মণ্ডলকে আমরা মানি না, মানি না, মানি না। ওঁর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আপনাদের মতো লোক চাই না। আপনি স্বামীকে নিয়ে দলটাকে বেচে দেবেন? এটা মানব না।’’ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘‘মা-বোনেদের শুভেচ্ছা, দোয়া, আশীর্বাদ ছিল বলেই এই দুর্যোগের মধ্যেও আসতে পেরেছি’’, বললেন মমতা। টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
হাড়োয়া সার্কাস ময়দানের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার। স্লোগান তুললেন, ‘‘বিজেপি হটাও, দেশ বাঁচাও।’’
বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিনাখাঁর সার্কাস ময়দানে সভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বার্তা দেন তিনি সভা থেকে, সে দিকেই নজর।