Lok Sabha Election 2024

বিজেপি জিতলে তুলে নিয়ে যাবে বলল! প্রাক্তন শ্বশুর ও জামাইয়ের যুদ্ধক্ষেত্রে তফসিলি মহিলার নালিশ

হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকার ফুরফরা হোসেনপুর গ্রামের ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, শিবশঙ্কর দাস নামে অভিযুক্ত ওই যুবকের খোঁজ চলছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
জাঙ্গিপাড়া শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ১৪:২৯

—প্রতীকী ছবি।

দুই সন্তানকে নিয়ে ঘুমোচ্ছিলেন মহিলা। রাতের অন্ধকারে আচমকাই ঘরে ঢুকে গলায় ভোজালি ঠেকিয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, অভিযোগ, মহিলা রুখে দাঁড়ানোয় যুবক পালিয়ে যাওয়ার সময় হুমকি দিয়ে গিয়েছে, ‘‘বিজেপি জিতলে তুলে নিয়ে যাব!’’ দাবি, অভিযুক্ত যুবক বিজেপি কর্মী।

Advertisement

হুগলির জাঙ্গিপাড়া থানা এলাকার ফুরফরা হোসেনপুর গ্রামের ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, শিবশঙ্কর দাস নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। জাঙ্গিপাড়া শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্মুখসমরে তাঁর প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসু। এই নির্বাচনী যুদ্ধের আবহে এমন ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। পাল্টা পদ্মশিবিরের বক্তব্য, বিজেপির কেউ কোনও দুষ্কর্মের সঙ্গে জড়িত থাকলে দল থেকে বহিষ্কার করা হবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ওই তফসিলি মহিলার বাড়িতে ঢুকে তাঁকে হুমকি দিয়েছেন শিবশঙ্কর। ‌অভিযোগ, গলায় ভোজালি ধরে মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। মহিলার চিৎকারে পরিবারের লোকেরা জেগে যাওয়ায় পালিয়ে যান যুবক। মহিলার অভিযোগ, ‘‘যাওয়ার আগে হুমকিও দিয়ে গিয়েছে। বলেছে, বিজেপি জিতলে নাকি তুলে নিয়ে যাবে!’’

প্রতিমা মালিক নামে এক প্রতিবেশী বলেন, ‘‘বিজেপি জিতলে তুলে নিয়ে যাব— এটা কেমন কথা। পার্টির বলে কি যা খুশি তা-ই করতে পারে! বিজেপি জিতলে তুলে নিয়ে যাব— এই কথার প্রতিবাদ জানাই। আমরা গরিব মানুষ। কোনও দল করি না। যে দল আসে, তাদের সঙ্গে থাকি।’’

এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা তমাল শোভন চন্দ্রের অভিযোগ, ‘‘বিজেপি মুখে সন্দেশখালির ঘটনা বলে মিথ্যা প্রচার করে বেড়ায়। আর তাদের দলের লোকেরা এই সব কাণ্ড করে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মহিলাদের ধরে টানাটানি করে। আমরা অভিযুক্তের শাস্তি চাই।’’ স্থানীয় সিপিএম নেতা ধীমান হাজরাও বলেন, ‘‘ঘটনাটা শুনে তাজ্জব হয়ে গেলাম। অভিযুক্ত যাওয়ার আগে বলে গিয়েছে, বিজেপি ক্ষমতায় এলে তুলে নিয়ে যাব! এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। ভাবুন সমাজ কোন দিকে যাচ্ছে! স্বামী বাইরে কাজ করেন, পেট চালাতে উনি (মহিলা) মাঠে কাজ করেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’’

পাল্টা জাঙ্গিপাড়ার বিজেপি নেতা প্রসেনজিৎ বাগ বলেন, ‘‘কোনও মানুষই এই ঘটনাকে সমর্থন করে না। রাজনৈতিক দিক বাদ দিলেও আমি ব্যক্তিগত ভাবে এই ঘটনাকে সমর্থন করি না। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সদস্য জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা করা হবে। বিজেপি ওই মহিলার পাশে আছে।’’

আরও পড়ুন
Advertisement