Lok Sabha Election 2024

বিজেপি করার ‘অপরাধে’ বাড়িতে হামলা, ভাঙচুর, অভিষেকের কেন্দ্রে অভিযুক্ত তৃণমূল, অস্বীকার

শুক্রবার বিজেপি করার ‘অপরাধে’ পদ্ম সমর্থকদের আটটি বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ১৬:৩৮
দলীয় কর্মীদের বাড়িতে বিজেপি প্রার্থী।

দলীয় কর্মীদের বাড়িতে বিজেপি প্রার্থী। — নিজস্ব চিত্র।

বিজেপি করার অপরাধে বিজেপির কর্মীদের বাড়িতে হামলা, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে। শনিবার দুপুরে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ‘‘গোটাটাই বিজেপির নাটক’,’ মন্তব্য স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের আলতাবেরিয়া গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, তাঁরা বিজেপিকে সমর্থন করেন। আর সেই অপরাধে বেছে বেছে বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে মত্ত অবস্থায় চড়াও হয়ে গালিগালাজ, ধর্ষণের হুমকির দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হুমকি দেওয়ার পাশাপাশি বাড়িতে ভাঙচুর চলে বলেও অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা।

ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ বলেন, ‘‘শুক্রবার মোট আট জায়গায় এমন ঘটনা ঘটেছে। আমরা নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছি।’’ এর পরেই বিজেপি প্রার্থী নাম না করে নিশানা করেন তৃণমূল প্রার্থী তথা এলাকার বিদায়ী সাংসদ অভিষেককে। তিনি বলেন, ‘‘ডায়মন্ড হারবারের বুক থেকে ভাইরাসকে হটাতে হবে। এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতে হবে। ডায়মন্ড হারবার কেন্দ্র কি ওঁর (অভিষেক) পৈতৃক সম্পত্তি?’’

তৃণমূল সমস্ত অভিযোগই অস্বীকার করেছে। আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পিন্টু সর্দার জানিয়েছেন, বিরোধী বিজেপি নাটক করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তিনি বলেন, ‘‘এলাকা সারা বছর যেমন শান্ত ছিল, তেমনই থাকবে। বিজেপি চক্রান্ত করে মানুষকে ভুল বোঝাতে পারবে না।’’

Advertisement
আরও পড়ুন