DK Shivakumar

কংগ্রেসকে ভোট দিলেই মিলবে জল! কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমারের বিরুদ্ধে কমিশনে বিজেপি

বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রের বিদায়ী কংগ্রেস সাংসদ ডিকে সুরেশ এ বারও ‘হাত’ প্রতীকে প্রার্থী। তিনি কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমারের ছোট ভাই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১০:৫৬
ডিকে শিবকুমার।

ডিকে শিবকুমার। — ফাইল চিত্র।

কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। পদ্মশিবিরের দাবি, বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রের কিছু এলাকায় গিয়ে শিবকুমার ভোটারদের বলেছেন, কংগ্রেসকে ভোট দিলে তবেই পানীয় জলের সমস্যার সমাধান করে দেওয়া হবে।

Advertisement

আগামী ৭ মে তৃতীয় দফায় বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রে ভোট। সেখানকার বিদায়ী কংগ্রেস সাংসদ ডিকে সুরেশ এ বারও ‘হাত’ প্রতীকে প্রার্থী। তিনি শিবকুমারের ছোট ভাই। বস্তুত, ২০১৯-এর লোকসভা ভোটে কর্নাটকের ২৯টি আসনের মধ্যে একমাত্র বেঙ্গালুরু গ্রামীণেই জিতেছিল কংগ্রেস। সেখানে এ বার বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস প্রধান এইডডি দেবগৌড়ার জামাই সিএন মঞ্জুনাথকে। কর্নাটকে এ বার কংগ্রেসকে হারাতে বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছেন দেবগৌড়া।

বেঙ্গালুরু গ্রামীণ লোকসভা কেন্দ্রে ভোটপ্রচারের সময় শিবকুমারের ‘বিতর্কিত’ মন্তব্যের একটি ভিডিয়ো (আনন্দবাজার অনলাইন যার সত্যতা যাচাই করেনি) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তাঁকে ভোটারদের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে— ‘‘কংগ্রেসকে ভোট দিলেই আপনাদের পানীয় জলের সমস্যার সমাধান হবে।’’ বিজেপির দাবি, তাঁর ওই প্রতিশ্রুতিতে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে।

Advertisement
আরও পড়ুন