Lok Sabha Election 2024

ভোটপ্রচারে বেরিয়ে তরুণীকে ‘চুম্বন’! বিতর্কের মুখে কী বলছেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী?

সোমবার চাঁচলের সিহিপুর গ্রামে ভোটপ্রচারে বেরিয়েছিলেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সেখানে তাঁর প্রচারের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে প্রচার শুরু করেছে তৃণমূল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৪ ১৬:২৬

—প্রতীকী চিত্র।

ভোটের প্রচারে বেরিয়ে এক তরুণীকে চুম্বন করেছেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু। এমনই অভিযোগ তুলে সমাজমাধ্যমে খগেন তথা বিজেপিকে কটাক্ষ করল তৃণমূল। এ নিয়ে শোরগোলের মধ্যে এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা করলেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী।

Advertisement

সোমবার চাঁচলের সিহিপুর গ্রামে ভোটপ্রচারে বেরিয়েছিলেন খগেন। সেখানকার তাঁর ভোটের প্রচারের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে প্রচার শুরু করেছে তৃণমূল। মঙ্গলবার সকাল থেকেই সেই ছবি নিয়ে হইচই শুরু হয়েছে (ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

তৃণমূল খগেনের গোটা কয়েক ছবি নিয়ে সমাজমাধ্যমে কটাক্ষ করে লেখে, ‘‘যদি আপনার বিশ্বাস না-হয় যে আপনি কী দেখছেন, তা পরিষ্কার করে দিই। হ্যাঁ, বিজেপি সাংসদ এবং মালদহ উত্তরের প্রার্থী। ভোটের প্রচারে বেরিয়ে এক মহিলাকে চুম্বন করছেন।’’ তৃণমূল এর পর ব্রিজভূষণের উদাহরণ টেনে এনে কটাক্ষ করেছে। সমাজমাধ্যমে লেখা হয়েছে, ‘‘কল্পনা করুন এঁরা ক্ষমতায় এলে কী হবে!’’

কয়েক দিন আগে হবিবপুরের কেন্দপুকুরে জনসভা থেকে উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে শাহজাহান শেখের সঙ্গে তুলনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ওই মন্তব্যের পরেই উত্তর মালদহের বিজেপি প্রার্থীর ওই ছবি দিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল। এই বিতর্কের মধ্যে খগেন দাবি করেন, বিকৃত মানসিকতার প্রমাণ দিয়েছে তৃণমূল। তিনি বলেন, ‘‘এই সবই তৃণমূল কংগ্রেসের কালচার। এ নিয়ে বলার কিছু নেই।’’

সাংসদের সংযোজন, ‘‘সকলের বাড়িতে মা-বোন আছে। একটি বাচ্চাকে সবাই আদর করে। এক জন সাধুর কাছে যদি চোরও যায়, তবে চোরকে সাধু বলবে। আর এক জন সাধু যদি চোরের কাছে যায়, তবে সাধুকে চোর বলবে। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। প্রচারে যাই। জনসংযোগ করি। মানুষ আমাদের কাছে দেবতুল্য। নারীরা হচ্ছেন মা। মহিলাদের শ্রদ্ধা করে ভারতীয় জনতা পার্টি।’’ এই ব্যাখ্যার পাল্টা মালদহের তৃণমূলের জেলা সহ-সভাপতি দুলালচন্দ্র সরকার বলেন, ‘‘বিজেপিই এমন কাণ্ড করে। এ সব বিহার বা উত্তরপ্রদেশে হয়। আর ভোট প্রচারে গিয়ে বিজেপির সাংসদ খগেন মুর্মুর এই ছবি প্রথমে বিজেপিরই কেউ ভাইরাল করেছে।’’

আরও পড়ুন
Advertisement