অখিলেশ যাদব। ছবি— পিটিআই।
জাতীয় রাজনীতিতে ফিরতে চলেছেন উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা তথা সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদব। এসপির তরফে জানানো হয়েছে, শুক্রবার কনৌজ লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করবেন তিনি।
ঘটনাচক্রে, বৃহস্পতিবার সেখানে মনোনয়ন পেশের শেষ দিন। আগামী ১৩ মে চতুর্থ দফায় কনৌজ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ২০০০ সালে উপনির্বাচনে জিতে প্রথম কনৌজ থেকেই সাংসদ হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিংহ যাদবের পুত্র অখিলেশ। ২০০৪ এবং ২০০৯-এর লোকসভা নির্বাচনেও ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। মুলায়মও একদা ওই কেন্দ্রের সাংসদ ছিলেন।
ওই কেন্দ্রে অখিলেশের মূল লড়াই বিদায়ী বিজেপি প্রার্থী, বিদায়ী সাংসদ সুব্রত পাঠকের সঙ্গে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ভোটযুদ্ধ হতে চলেছে শুনে সুব্রত শুক্রবার বলেন, ‘‘আগে তো শুনেছিলাম অখিলেশের আত্মীয় তেজপ্রতাপ যাদব কনৌজে দাঁড়াবেন। সে ক্ষেত্রে ভারত-জাপান ক্রিকেট ম্যাচ হয়ে যেত। এ বার ভারত-পাকিস্তান ম্যাচ হবে।’’
প্রসঙ্গত, অখিলেশের স্ত্রী ডিম্পল ২০১২-র উপনির্বাচন এবং ২০১৪-র লোকসভা নির্বাচনে জিতেছিলেন কনৌজ থেকে। কিন্তু ২০১৯-এ বিজেপি প্রার্থী সুব্রতের কাছে হেরে গিয়েছিলেন তিনি। ডিম্পল এ বার তাঁর প্রয়াত শ্বশুর মুলায়মের আর এক প্রাক্তন লোকসভা কেন্দ্র মৈনপুরী থেকে প্রার্থী হয়েছেন।