KMC

ডেপুটি অ্যানালিস্ট নেবে কলকাতা পুরসভা, কী যোগ্যতা প্রয়োজন?

আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৩ ১৩:০৫
কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভা। ছবি: সংগৃহীত।

বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ করবে কলকাতা পুরসভা। পাশাপাশি আরও একটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে।

ডেপুটি অ্যানালিস্ট (মাইক্রোবায়োলজি) পদে নিয়োগ হবে। আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইক্রোবায়োলজি বা বায়োকেমেস্ট্রিতে স্নাতকোত্তর হতে হবে। ৩৬ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। যদিও, বিশেষ বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। মোট শূন্যপদ ২টি। সাধারণ বিভাগের প্রার্থীদের জন্য ১টি এবং তফসিলি জাতির জন্য ১টি। পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে প্রার্থী।

Advertisement

আবেদন প্রক্রিয়া:

চাকরিপ্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনের সম্পূর্ণ তথ্য জানতে পারবেন আবেদনকারীরা। ৩০ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন।

নিয়োগ সংক্রান্ত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি দেখা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন