WBCHSE Class 12 practical Exam 2024

বার্ষিক ব্যবস্থায় শেষ বার উচ্চ মাধ্যমিক, প্র্যাক্টিক্যাল পরীক্ষা কবে? নিয়মবিধি, দিনক্ষণ জানাল সংসদ

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ২৭ তারিখে বোর্ডের তরফে সংশ্লিষ্ট সেন্টারগুলি থেকে প্রশ্ন এবং উত্তরপত্র বণ্টন করা হবে। স্কুলগুলিকে ওই দিন সেগুলি সংগ্রহ করে নিতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৩:২৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষার দিন এবং নিয়মবিধি প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ডিসেম্বরের ২ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে পরীক্ষা। ওই দিনগুলির মধ্যেই রাজ্যের সব স্কুলকে পরীক্ষা নিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসের ২৭ তারিখে বোর্ডের তরফে সংশ্লিষ্ট সেন্টারগুলি থেকে প্রশ্ন এবং উত্তরপত্র বণ্টন করা হবে। স্কুলগুলিকে ওই দিন সেগুলি সংগ্রহ করে নিতে হবে।

Advertisement

প্রতি বছরের মতোই এ বছরেও দিন ঘোষণার পাশাপাশি নিয়মবিধি প্রকাশ করা হয়েছে শিক্ষা সংসদের তরফে। সঙ্গীত, স্বাস্থ্য, শারীরশিক্ষা-সহ বাকি বিষয়গুলির পরীক্ষাও ওই নির্দিষ্ট দিনের মধ্যেই নিতে হবে। কেবল বিভাগীয় শিক্ষকই সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা নিতে পারবেন। যদি কোনও বিষয়ের শিক্ষক না থাকে, তবে অন্য স্কুল থেকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে নিয়ে এসে সেই পরীক্ষা নিতে হবে। তবে, এ ক্ষেত্রে সেই স্কুলের প্রধানশিক্ষকের অনুমতি প্রয়োজন। কোনও পড়ুয়া যদি গত বছর প্র্যাক্টিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়, তা হলে তাঁকে আর চলতি বছরের পরীক্ষা দিতে হবে না। সংশ্লিষ্ট পরীক্ষক এবং স্কুলের প্রধানশিক্ষকের সই প্রয়োজন উত্তরপত্রে। যত ক্ষণ না উত্তরপত্র শিক্ষা সংসদের কাছে জমা দেওয়া হচ্ছে তত ক্ষণ স্কুলের সুরক্ষিত লকারে তা রাখতে হবে। স্কুলগুলিকে সরাসরি উত্তরপত্র জমা দিতে হবে না। ৬ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা সংসদের পোর্টালে তা আপলোড করতে হবে।

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হতে চলেছে পরের বছর ৩ মার্চ, শেষ হবে ১৮ মার্চ। নির্ধারিত দিনগুলিতে সকাল ১০টা থেকে দুপুর ১টা, অর্থাৎ তিন ঘণ্টার পরীক্ষা হবে। তবে স্বাস্থ্য এবং শারীরশিক্ষা, ভিজুয়াল আর্টস, সঙ্গীত এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে দু’ঘণ্টার মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে। ২০২৫-এর মার্চে শেষ বারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কারণ, এর পরবর্তী শিক্ষাবর্ষ, অর্থাৎ ২০২৫-২৬ থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা।

Advertisement
আরও পড়ুন