WB Nursing Admission 2024

নার্সিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি পেতে চান? রাজ্যে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া

দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের তরফে উল্লিখিত কোর্সে ভর্তি হওয়ার নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ভর্তির আবেদনের ক্ষেত্রে কী কী বিষয়ে লক্ষ রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের তরফে সেই বিষয়ে তথ্য পেশ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৩
Nurse.

প্রতীকী চিত্র।

স্বাস্থ্যক্ষেত্রে নার্স পদে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর তরফে মাস্টার্স ইন সায়েন্স (এমএসসি) ইন নার্সিং পাঠক্রমে ভর্তি হওয়ার বেশ কিছু নিয়মাবলি প্রকাশ করা হয়েছে।

Advertisement

নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত পড়ুয়া নার্সিংয়ে স্নাতক হয়েছেন, তাঁরা উল্লিখিত কোর্সটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তাঁদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম নথিভুক্তকরণের পোর্টালে গিয়ে সমস্ত তথ্য জমা দিতে হবে।

আবেদনকারীদের নার্সিং নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল পোস্ট গ্র্যাজুয়েট নার্সিং অ্যাডমিশন টেস্ট এগজ়ামিনেশন (ডব্লিউপিজিন্যাট) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফলের ভিত্তিতে উল্লিখিত পাঠক্রমে ভর্তি হওয়ার সুযোগ মিলবে। স্নাতকোত্তর পর্বে মোট দু’বছর উল্লিখিত কোর্সটি পড়ানো হবে। আগ্রহীরা দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই শুধু মাত্র ওই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়াও পোস্ট বেসিক বিএসসি নার্সিং শীর্ষক আরও একটি কোর্সে ভর্তি হতে পারবেন স্নাতক পড়ুয়ারা। তবে এ ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল নার্সিং অ্যাডমিশন টেস্ট এগজ়ামিনেশন (ডব্লিউন্যাট) পরীক্ষায় উত্তীর্ণরাই এই কোর্সটি করার সুযোগ পাবেন। এই কোর্সটিও দু’বছরের মধ্যে সম্পন্ন হবে।

আগ্রহীদের অনলাইনে ২৩ ডিসেম্বর থেকে ২০২৪-র ২২ জানুয়ারি পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে। শিক্ষার্থীরা দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওয়েবসাইটে গিয়েও সরাসরি নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। তবে, নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রার্থী নাম নথিভুক্ত করতে না পারলে, তিনি ২২ মার্চ, ২০২৪ পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন।

নির্ধারিত সময়ের পরে নাম নথিভুক্ত করলে আবেদনকারীদের লেট ফি জমা দিতে হবে। শিক্ষার্থীদের অনলাইনে আবেদন কিংবা নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কোনও সমস্যা হলে পোর্টালের ‘আই নিড হেল্প’ বিভাগে সেই বিষয়টি জানানোর সুযোগ থাকছে। উল্লিখিত কোর্সে আবেদন এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্যান্য তথ্য জেনে নিতে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস-এর ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন