ছবি: সংগৃহীত।
লোকসভা ভোটের আগেই স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এর ফল প্রকাশ করতে চলেছে কলেজ সার্ভিস কমিশন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে বলে কলেজ সার্ভিস কমিশন সূত্রের খবর।
গত বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অধ্যাপক নিয়োগের যোগ্যতা অর্জনের পরীক্ষা নিয়েছিল কমিশন। চলতি সপ্তাহেই তাদের ওয়েবসাইটে সেট-এর প্রশ্নপত্রের উত্তর আপলোড করতে চলেছে কলেজ সার্ভিস কমিশন। উত্তরপত্র আপলোড করার পাশাপাশি পরীক্ষার্থীদের থেকে মতামত গ্রহণ করবে কমিশন। এই প্রক্রিয়া চলবে, উত্তরপত্র প্রকাশের পর ১০ দিন।
শুধু পরীক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া নয়, সংগৃহীত মতামত কলেজ সার্ভিস কমিশনের যারা বিশেষজ্ঞ রয়েছেন তাঁদের কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞরা এই মতামত যাচাই করার পর কলেজ সার্ভিস কমিশন তাদের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তা হতে পারে।
কলেজ সার্ভিস কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষা গ্রহণের পর দ্রুত যাতে ফল প্রকাশ করা যায় তার সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বচ্ছতা বজায় রেখে ও নিয়ম মেনে ফল প্রকাশ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেই ফল প্রকাশ করা হবে।
শুধুমাত্র সেট-এর ফলাফল প্রকাশ নয়, লোকসভা ভোটের আগেই রাজ্যের কলেজ গুলিতে ১০০০ অধ্যাপক নিয়োগের অনুমোদন দিতে চলেছেন কমিশন। ২০২২ সালের শেষের দিকে কলেজ সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করেছিল। ইতিমধ্যেই একাধিক বিষয় ইন্টারভিউ গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে বলে কমিশন সূত্রের খবর। আর ভোটের আগেই কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে কমিশন।
সূত্রের খবর, ইতিমধ্যে ১০০০ চাকরি প্রার্থীর মধ্যে বেশ কিছু চাকরিপ্রার্থীর হাতে সুপারিশপত্র তুলে দেওয়া হয়েছে। বাকি চাকরিপ্রার্থীদের হাতেও দ্রুত এই সুপারিশপত্র তুলে দেওয়া হবে। যাতেবছরের শুরু থেকেই তাঁরা কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত হতে পারেন। তবে সহকারী অধ্যাপক পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু বিষয় ইন্টারভিউ ও মেধাতালিকা প্রকাশ করা বাকি রয়েছে।