রামমোহন মিশন স্কুলের পড়ুয়াড়া শীতকালীন পোশাকে। নিজস্ব চিত্র।
সকালের দিকে হালকা ঠান্ডা। দুপুর বেলায় বৃদ্ধি পাচ্ছে রোদের তেজ। বিকেল হতেই হিমেল হাওয়া। পরিবর্তিত আবহাওয়ার কারণে পড়ুয়াদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে জ্বর, সর্দি কাশি বা ভাইরাল ফিভারের সংক্রমণ। আবার অনেক পড়ুয়াই পতঙ্গবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে। তাই রাজ্যের সরকারি এবং বেসরকারি স্কুলগুলি শীত পড়তেই পুরোহাতা জামা, ফুল প্যান্ট পড়ার পরামর্শ দিয়েছে পড়ুয়াদের। ইতিমধ্যে বেশ কিছু স্কুলে এই বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
রামমোহন মিশন স্কুলের প্রিন্সিপাল সুজয় বিশ্বাস বলেন, “ভাইরাল ফিভার এবং পতঙ্গবাহিত রোগ থেকে ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখতে আমরা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছি, পড়ুয়ারা যাতে ফুল স্লিভ শার্ট, ছাত্রীরা টি-শার্টের সঙ্গে পা-ঢাকা লেগিংস পরে। শারীরিক অসুস্থতা পড়াশোনায় যাতে বাধা না হয়ে দাঁড়ায়, তাই এই সিদ্ধান্ত।”
স্কুলের তরফ থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফুল স্লিভ শার্ট, সোয়েটার এবং ফুল ট্রাউজার পড়ার জন্য। আর ছাত্রীদের জন্য টপ বা স্কার্টের নিচে লেগিংস পড়তে বলা হয়েছে।
একই সতর্কতা অবলম্বন করেছে যাদবপুর বিদ্যাপীঠও। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, এই সময় যখন পুরোপুরি ঠান্ডা পড়লেও মশার উপদ্রব যথেষ্ট। এ ছাড়াও পড়ুয়াদের অসতর্কতার ফলে ভাইরাল ফিভারে সংক্রমিত হওয়ার খবরও মেলে। তাই ছাত্রছাত্রীদের শারীরিক স্বাস্থ্যের কথা ভেবে পোশাকবিধিতে পরিবর্তন আনা হয়েছে শীতকালের ক্ষেত্রে। প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, “পতঙ্গবাহিত রোগের সম্ভাবনা এই সময় বেশি থাকে। তাই মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা ছাত্রছাত্রীদের হাত পা ঢাকা পোশাক পরার কথা জানিয়েছি।”
বেথুন স্কুলের প্রধান শিক্ষিকা শর্বরী ভট্টাচার্য বলেন, “স্কুলের মূল পোশাক পরিবর্তন না করেই ঠান্ডা এবং মশা বাহিত রোগ থেকে বাঁচার জন্য ছাত্রীরা লেগিংস বা ফুলহাতা কিছু ব্যবহার পরতেই পারে। এ বিষয়ে ছাত্রীরা আমাদের জিজ্ঞেস করলে আমরা সব সময় সহযোগিতা করে থাকি।”
সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল ইতিমধ্যে পড়ুয়াদের ফুল সোয়েটার, ফুল স্লিভ জামা ও ফুল প্যান্ট পরার কথা জানিয়েছে। পাশাপাশি, মশার প্রতিশোধক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে পড়ুয়াদের।
স্কুলের প্রিন্সিপাল শতাব্দী ভট্টাচার্য বলেন, “আমরা ছাত্রছাত্রীর স্বার্থে ইতিমধ্যেই মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য নির্দেশ জারি করেছি। স্কুলে মশা মারার ধোঁয়া দেওয়া এবং ক্লাসরুমগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। ক্লাসরুমের পাশাপাশি, আউটডোর অ্যাক্টিভিটিতেও জোর দেওয়া হচ্ছে।”