Visva Bharati

৪০ হাজার টাকার বেতনে কর্মী নিয়োগ করতে চলেছে বিশ্বভারতী, কী যোগ্যতা প্রয়োজন?

নিয়োগের পর ৪০ হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৫:২৭
বিশ্বভারতী।

বিশ্বভারতী। প্রতীকী ছবি।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। কলা ভবনের ইতিহাস বিভাগের তরফ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

চুক্তির ভিত্তিতে ফটো অফিসার নেওয়া হবে। বিনোদ বিহারী মুখার্জি আর্কাইভ অ্যান্ড রিসার্চ সেন্টার (বিবিএমএআরসি)-এ কাজের জন্য এই পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের পর ৪০ হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে।

Advertisement

আবেদনের জন্য ৪০ বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফটোগ্রাফিতে ডিগ্রি থাকা দরকার। ভিডিয়ো, অডিয়ো রেকর্ডিং এবং এডিটিং-এর কাজ জানা থাকতে হবে। কম্পিউটার এবং সফটওয়্যারে ডিজিট্যাল ইমেজ ক্রিয়েশন, প্রসেশিং-এর কাজ জানতে হবে।

আবেদন প্রক্রিয়া:

আবেদনের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া আইডিতে মেল করতে হবে। আগেই প্রকাশিত হয়েছিল বিজ্ঞপ্তিটি। তবে, পুনরায় ২৩ মার্চ প্রকাশিত হয়েছে। ২৩ মার্চ থেকে ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে প্রার্থীদের।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতীর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন