JRF Recruitment 2024

জুনিয়র রিসার্চ ফেলো নেবে বিশ্বভারতী, কোন বিভাগের জন্য?

প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৪ ১৫:১৮
বিশ্বভারতী।

বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতীতে রয়েছে বিশেষ প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবনের পরিবেশ বিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিশেষ প্রকল্পে কাজের জন্য নেওয়া হবে জেআরএফ। প্রকল্পটি ইউনাইটেড কিংডমের রয়্যাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং-এর অর্থানুকূল্যে চালিত। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। প্রতি মাসে ২৫ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

আবেদনের জন্য কী যোগ্যতা প্রয়োজন?

প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া দরকার। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় নথি মেল করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ ’২৪। আরও একটি প্রকল্পে কাজের জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বভারতী।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement